দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থি হওয়ায় আওয়ামীলীগের ৪ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থিকে আওয়ামী লীগের সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তাদের বহিস্কারের ঘোষণা দেওয়া হয়। লিখিত বহিস্কারাদেশ পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন।
বহিস্কৃতরা হচ্ছেন আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আতিকুর রহমান সাগর
এবং উপজেলা তাতী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার, বাশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফ হোসেন হাওলাদার এবং বহরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ মাইনুল হোসেন বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজীজ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন, সহ সভাপতি হাবিবুর রহমান মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন ভূট্টো, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নাঈম মোঃ বশির, চর বোরহান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজির আহমেদ সরদার প্রমুখ।
