দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় পটুয়াখালীর দশমিনা উপজেলায় দুই দিনের উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। দশমিনা উপজেলা পরিষদ মাঠে এর আয়োজন করা হয়। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে খাদ্য শষ্য দিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রতিকৃতি সাধারণ মানুষের নজর কেড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ জানান, চাল, ডাল, গম, তিল, কালোজিরাসহ ১০ রকমের খাদ্য শষ্য দিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। উপজেলা কৃষি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ দিন অক্লান্ত পরিশ্রম করে প্রতিকৃতি দুটি তৈরি করেছেন। ওই প্রতিকৃতি দুটি দশমিনা উপজেলা পরিষদের সামনে উন্নয়ন মেলার কৃষি ষ্টলে শোভা পাচ্ছে। মেলার কৃষি ষ্টলে খাদ্যশষ্য বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রতিকৃতি পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা জানান, খাদ্য শষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের প্রতিকৃতি উন্নয়ন মেলায় দর্শনার্থীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন। গতকাল রোববার রাতে মেলার সমাপনীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
