সাফায়েত হোসেন, দশমিনা থেকে : পটুয়াখালীর দশমিনায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৫০টি পরিবারকে দেয়া হচ্ছে পাকা ঘর এবং দুই শতাংশ খাস জমির দলিল। দুই রুমের ঘরগুলোতে রান্নাঘর ও পাকা টয়লেটের ব্যবস্থা রয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চেীধুরী ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস প্রকল্পের র্নিমান কাজ সার্বক্ষণিক তদারকি করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দুই শতাংশ খাস জমিতে প্রতিটি ঘর নির্মাণে এক লাখ একাত্তর হাজার টাকা ব্যায়ে ৫০ টি ঘর দুস্থ ও অসহায় মানুষকে দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া ওই ঘরগুলো নির্মাণকাজ পটুয়াখালী জেলা ও দশমিনা উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছেন। খুব দ্রুত ঘরগুলোর কাজ শেষ করে জমির দলিল সহ তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।