সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও শতভাগ পদোন্নতি বাস্তবায়নের দাবিতে নওগাঁর রাণীনগরে মানববন্ধন করেছে প্রাথমিকের শিক্ষকরা।
আজ বুধবার বিকালে রাণীনগর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষক অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, শিক্ষক রাজিব আহম্মেদ, ওয়াকিল আহম্মেদ, সাহানা ফেরদৌস, জাকারিয়া সুলতান, আয়েশা সিদ্দিকা, শ্রীকৃষ্ণ চন্দ্র প্রামানিক, মো. সৌরভ হোসাইন, মো. নজরুল ইসলাম, আতিকুর রহমান, মুরছালিন ইসলাম, এস এম জাহিদ সারোয়ার, মো. নাইম হোসেন, সৌরভ হোসাইন প্রমুখ।
মানববন্ধন শেষে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রাথমিকের শিক্ষকরা স্মারকলিপি প্রদান করেন।