রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুুন্সিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, নদীগর্ভে বিলীন দেড় শতাধিক ঘরবাড়ি প্রধান বিচারপতির নিয়োগসহ ৩টি বিষয়ে আলোচনায় ঐকমত্য কমিশন ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের সরকার কেন সহিংসতা প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের চীনা জিএসি’র শোরুম এখন বাংলাদেশে, অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ বিদেশে পাসের হার শতকরা ৮৭.৩৫ শতাংশ পদ্মা নদীর বালুমহালে গোলাগুলি, রাখাল আহত আনোয়ারা, আশ্রয়ণের ফাঁকা ঘর এখন মাদকের আখড়া কোটালীপাড়া, শত বছরের নৌকার হাটে নেই ক্রেতার হাঁকডাক পায়ুপথে ইয়াবা পাচার করছিলেন বিএনপি নেতা, আটক ২ কাঁচা মরিচের দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি সিওনতেক রাজধানীর পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-গুলি অকারণে মুড অফ? মেজাজ ভালো করবেন যেভাবে জরুরি টিকাদানে মৃত্যুহার ৬০% কমেছে : গবেষণা চিড়িয়াখানায় সিংহের আক্রমণে হাত হারালেন নারী অজয়ের নাচ নিয়ে মজা নিলেন স্ত্রী কাজলও সহায়তার শর্তে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ক্ষমা আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ১৩ নারী-পুরুষ আটক দোয়া, সায়্যিদুল ইসতিগফার পূর্ব সুন্দরবনের শেলারচরে বনরক্ষীদের হাতে একটি ট্রলারসহ আটক ৬ মতলবে সেফটি ট্যাংকি থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মুুন্সিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ মাদক কারবারী আটক আনোয়ারায় ক্যান্সার আক্রান্ত সাইফুলের চিকিৎসায় স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের আর্থিক সহায়তা তাসনিয়া সারা জিপিএ-৫ পেয়েছে ঐতিহাসিক জুলাই আন্দোলন স্মরণে ‘শ্রীপুরে জুলাই’ শীর্ষক আলোচনা সভা

দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ বাংলাদেশের

অনলাইন ডেস্ক :
বুধবার, ২ জুলাই, ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ৭৬ রেটিং নিয়ে বর্তমানে দশম স্থানে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দশম থেকে নবম স্থানে ওঠার ভালো সুযোগ টাইগারদের সামনে। আজ ২ জুলাই থেকে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাত্র ১টি জয় পেলেই র‌্যাংকিংয়ে নবম স্থানে উঠবে বাংলাদেশ।

তখন ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং হলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় নবম স্থান নিশ্চিত হবে টাইগারদের। সেক্ষেত্রে নবম থেকে দশম স্থানে নেমে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেও নবম স্থানের উপরে উঠতে পারবে না বাংলাদেশ। ৭ রেটিং বেড়ে যাওয়ায় ৮৩ রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে টাইগাররা।

তবে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হলে ২ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৭৪ রেটিং নিয়ে দশম স্থানেই থাকবে টাইগাররা।

বর্তমানে ১০৪ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে সিরিজ বা মাত্র ১ ম্যাচ হারলে পঞ্চম স্থানে নেমে যেতে হবে তাদের। চতুর্থ স্থান ধরে রাখতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে শ্রীলঙ্কাকে।

আজ প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

এদিকে, টেস্ট সিরিজের হতাশা পেছনে ফেলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে শুরু করতে চায় সফরকারী বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন মেহেদি হাসান মিরাজ। লংকানদের বিপক্ষে সিরিজের ঠিক আগে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়েছেন মিরাজ।

ওয়ানডের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় ও শেষ টেস্ট ইনিংস ও ৭৮ রানে হারে টাইগাররা।

তবে ওয়ানডে সিরিজে ভাল করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তিনি জানান, ওয়ানডে সিরিজে লড়াই হবে।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭ ম্যাচ খেলে মাত্র ১২টি জিতেছে বাংলাদেশ। ৪৩টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে, দু’দলের শেষ পাঁচ দেখায় বাংলাদেশ তিনটিতে জিতেছে এবং দুটিতে হেরেছে।

ইনজুরি থেকে সুস্থ হয়ে শ্রীলংকা সিরিজ দিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। ফলে টাইগারদের পেস আক্রমণকে আরও শক্তিশালী করে তুলেছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে আড়াই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ নাইম। আরও ফিরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পাওয়া উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস, মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারী এবং বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম।

বাদ পড়েছেন সৌম্য সরকার এবং নাসুম আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেন দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।

বাংলাদেশ দল
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা দল
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাধুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, মিলান রত্নায়েকে (ফিট থাকা সাপেক্ষে), দিলশান মাধুশঙ্কা, আসিথা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর