দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। শনিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে ১২ বছর পূর্তি ও ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ১২ পাউন্ডের কেক কাটা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ দিনাজপুর পৌরসভার পর পর ৩ বারের নির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের প্রতিভা পত্রিকার সম্পাদক আবু সাঈদ আহম্মেদ কুমার, সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান, বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. মনসুর রহমান, দৈনিক দিন বদল পত্রিকার সম্পাদক মো. রেজাউল করিম, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, সৃষ্টি টেলিভিশনের ব্যুরো প্রধান মোঃ মোস্তফা কামাল আপন, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সাত্তার, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ওয়াহেদুর রহমান, দৈনিক আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি পিসি দাস, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন, দৈনিক মানব বার্তার জেলা প্রতিনিধি ও প্রেসক্লবের দপ্তর সম্পাদক মাহবুবুল হক খান, সাপ্তাহিক জাগো রংপুর সদর প্রতিনিধি যাদব চক্রবর্তী।
