https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/disha-patani-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন..jpg

দিশার প্রিয় খাবার জিলাপি

বিনোদন

বিনোদন ডেস্ক : দিশা পাটানির উত্থান ঘটেছিল ২০১৬ সালে এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি সিনেমার মধ্য দিয়ে। তারপর থেকে কেবল উড়েই চলেছে কোনও গডফাদার ছাড়া বলিউডে জায়গা করে নিওয়া এই সুন্দরী। বেশ কিছু ছবিতে এই অভিনেত্রী সৌন্দর্যে কূপোকাত ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় তিনি কোনও ছবি পোস্ট করলে মুহূর্তে তা ভাইরাল হয়।

বড় পর্দা থেকে ইনস্টাগ্রামের দেওয়াল, সব জায়গাতেই ‘ফিটনেস গোলস’ দিয়ে চলেছেন দিশা। কিন্তু গরম গরম জিলাপি চোখের সামনে দেখলে লোভ সামলাতে পারেন না তিনি। জিলাপির প্রতি ভালবাসার কথা ফাঁস করলেন দিশা নিজেই।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক বাক্স জিলাপির ছবির পোস্ট করে দিশা লিখেছেন, ‘আমার প্রিয় জিলাপি, আজ তুমি শুধু আমার’।

https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/disha-patani-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন...jpg

প্রেমিক টাইগার শ্রফকে নয়, এক বাক্স গরম জিলাপিকে উদ্দেশ্য করে এমন কথা বললেন দিশা। সারা সপ্তাহ কঠিন ওয়ার্ক আউট আর স্বাস্থ্যকর ডায়েটের পর উইকেন্ডে মজেছেন অভিনেত্রী। শুধু জিলাপিতেই থেমে যাননি দিশা। তার সঙ্গেই ছিল স্ট্রবেরি টার্ট এবং চকোলেট মুজ।

২০২০ সালের শেষে ছুটি কাটাতে মালদ্বীপে উড়ে গিয়েছিলেন দিশা। হলুদ বিকিনিতে ছবি দিয়ে নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। কিন্তু এমন ‘পারফেক্ট বিকিনি বডি’ পেতেই খাবার তালিকা থেকে ছেঁটে ফেলতে হয়েছে অনেক প্রিয় খাবার! হয় তো সে কারণে সপ্তাহের একটা দিনে সব সুদে আসলে পুষিয়ে নিতে চাইছেন দিশা!

এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল মোহিত সুরি পরিচালিত ‘মলং’ ছবিতে। আদিত্য রায় কপূরের বিপরীতে অভিনয় করেছিলেন দিশা।

মজার বিষয় হচ্ছে ক্যারিয়ার গড়ার জন্য যখন মুম্বাইয়ে এসেছিলেন, সঙ্গে ছিল মাত্র ৫০০ টাকা। একসময়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনই জানিয়েছিলেন দিশা পাটানি। দিশা জানিয়েছিলেন, তার কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই। তাই তাকে বলিউডে বেশ সতর্কই থাকতে হয়। অভিনয় করতে তিনি ভালোবাসেন আর সেটাই করে যেতে চান।

https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/disha-patani-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন..jpg

বলিউডে কী ভাবে প্রথম দিকে বেশ কিছু কাজ তার হাত ছাড়া হয়েছে তাও জানিয়েছিলেন তিনি। এমনকী, প্রথম যে ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন, তাতেও কিছুদিন পরে তাঁর জায়গায় অন্য নায়িকাকে নেন প্রযোজক। কিন্তু সমস্ত ঘটনা থেকেই শিক্ষা নিতে ভালবাসেন বলে জানান দিশা পাটানি।

একের পর এক সাময়িকীর প্রচ্ছদকন্যা হয়েছেন। আর গত বছর ভারতের সেরা আবেদনময়ী তারকাদের তালিকার একেবারে প্রথম নামটাই ২৮ বছর বয়সী দিশা পাটানি।

২০২০ সালে দিশা পাটানিকে দেখা গেছে মালাং ও বাঘি থ্রি সিনেমায়। এবার তাকে দেখা যাবে কেটিনা ও রাধে সিনেমায়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *