ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : পিলখানা হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিডিআর জওয়ানরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চারটি কারাগার থেকে তারা একে একে বেরিয়ে আসেন।
কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে জানিয়েছেন, আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৩, কাশিমপুর-১ থেকে ২৭, কাশিমপুর-২ থেকে ৯৫ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১৫ জনসহ মোট ১৭৮ জনকে মুক্তি দেয়া হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) মুক্তি পাবার কথা থাকলেও আদালতে জামিননামা জমা দেয়ার প্রক্রিয়ার ধীর গতির কারণে এদিন মুক্তি পাননি তারা।
গত ১৯ জানুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় দুই শতাধিক বিডিআর জাওয়ানের জামিনের আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২। এরপর থেকেই শুরু হয় জামিনের প্রস্তুতি।
সবশেষ মঙ্গলবার ১৭৮ জনের জামিনের তালিকা প্রকাশ করে আদালত। তবে জামিনের আদেশ হলেও কাগজ চালাচালির ধীর গতির কারণে গতকাল মুক্তি মেলেনি তাদের। বুধবার বিকেল নাগাদ সকল বন্দির জামিননামা দাখিল করেন আইনজীবীরা। আজ তারা মুক্তি পেলেন।
‘সরকার নিরপেক্ষ থাকতে না পারলে, নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে’‘সরকার নিরপেক্ষ থাকতে না পারলে, নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে’
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা।
সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
ঢাকাপ্রতিদিন/এআর