রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মরহুম নাদিম মোস্তফার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে দুর্গাপুর পানি উন্নয়ন বোর্ড মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত এ্যাড. নাদিম মোস্তফার সহধর্মিনী ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা এ্যাড. নুরুন্নাহার পারুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত এ্যাডভোকেট নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা।
দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চলনায় ও অধ্যাপক সোহেল রানা সেলিমের পরিচালনায় উপস্থিত ছিলেন- দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সভাপতি আকবর আলী বাবলু, রাজশাহী পূর্ব জেলা জামায়াতের এসিস্ট্যান্ড সেক্রেটারি নুরুজ্জামান লিটন, দূর্গাপুর উপজেলা জামায়াতের আমির সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম রাজশাহী জেলা শাখার সভাপতি ও জিপি এডভোকেট মাইনুল হাসান পান্না, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, জেলা মহিলা দলের সাবেক সভাপতি টুকটুকি বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, পবা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর আলী মাস্টার, দুর্গাপুর উপজেলার পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, কিসমত গনকৈড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, দূর্গাপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী,পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিব, বানেশ্বর বাজার কমিটির সভাপতি মতিউর রহমান মতি, পুঠিয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমান সুমন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।