সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় যুবদলের উদ্যোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নুরু ইসলাম হত্যা মামলায় সন্দেহভাজন ১ জন গ্রেফতার শামা ওবায়েদ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ফেনী জেলা জামায়াতের নব নির্বাচিত আমিরের শপথ বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলনে আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ঝালকাঠিতে সড়কে প্রাণ গেল দুজনের, আহত ৫ সিন্ডিকেট ভাঙতে ঘাটাইলে ছাত্রদের ন্যায্যমূল্যের বাজার কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে আটক-১ পুঠিয়ায় পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক কলেজের সভাপতি হলেন আল মামুন পুঠিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় নেতাকর্মীদের মতবিনিময় কাঁচা দুধ পান করার ৫ অপকারিতা ‘কোরআনের আদর্শ কায়েম করলেই সফলতা পাওয়া যাবে’ ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে যাত্রীবাহী বাস, নিহত- ২০ দেশে এখন একমাত্র মেয়র ডা. শাহাদাত ট্রাম্প জিতলে বিশ্বে বন্ধুহীন হবে যুক্তরাষ্ট্র কেজিতে চাল আমদানি খরচ কমলো ২৫ টাকা ৪৪ পয়সা সড়ক দখল করে ধান মাড়াই, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন বেনাপোলে বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ কোকেন ও হিরোইন উদ্ধার ডিবিসি’র চাকরিচ্যুতদের ৪৮ ঘন্টার মধ্যে পুনর্বহালের দাবি ভৈরবে বিদ্যুৎপৃষ্ঠে  লাইন ম্যান নিহত, আহত – ১ ভৈরবে বিদ্যুৎপৃষ্ঠে লাইন ম্যান নিহত আহত – ১ গোপালপুরে শুশুয়া ভিল এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবর্তন আনতে তরুণদের স্বপ্ন দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা হাজারীবাগে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে সতর্কবার্তা দিলেন মেদভেদেভ পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাজ্য যাত্রা এইচপিভি টিকা নিয়ে অপপ্রচার রুখতে সচেতনতা তৈরি করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে : মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন

আসন্ন শারদীয় দুর্গা পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যেন তারা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে সেজন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম এ তথ্য জানান। তিনি বলেন, ‘পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও ছুটি থাকবে। আজই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।’
ছুটির তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়ায় এবার হিন্দু ধর্মাবলম্বীরা সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের ছুটি পাচ্ছেন দুর্গাপূজা উদযাপনের জন্য।

ব্রিফিংয়ে মাহফুজ আলম বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর কুচক্রী মহল আক্রমণ করেছিল, তবে অন্তর্বর্তী সরকার ও ছাত্র-জনতা একসঙ্গে সেই আক্রমণ প্রতিহত করেছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে।

বিশেষ সহকারি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে তারা যেন পূজা উদযাপন করতে পারে সে লক্ষ্যে দুয়েক দিনের মধ্যে তাদের এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত একদিনের সরকারি ছুটি ঘোষণা করতে পেরে প্রধান উপদেষ্টার কার্যালয় আনন্দিত।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকেশ্বরী মন্দিরে আজ এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম এই ঘোষণা দেন।

তিনি বলেন,‘দুর্গাপূজা আনন্দময় ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এই অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারির এই ঘোষণা প্রদানকালে সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা সরকারের ছুটি প্রদানের সিদ্ধান্তকে আন্তরিকভাবে গ্রহণ করে।

দেশবাসী নিজেদের মধ্যে ঐক্য, সম্মান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সমগ্র জাতি যেন একসঙ্গে গুরুত্বপূর্ণ এই ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারে, এজন্য সরকার দেশের প্রতিটি নাগরিককে উৎসাহিত করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এই বিভাগের আরো খবর