নারায়ণগঞ্জ প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৬টি নির্দেশনা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গত শুক্রবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম এ তথ্য জানান। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই সকল হিন্দু ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে প্রবেশের অনুরোধ জানাচ্ছি। জেলার পুলিশ সুপারের দেয়া ৬ নির্দেশনা হলো- ১. দুর্গাপূজার প্রতিমা তৈরির সময়, পূজা চলাকালীন এবং বিসর্জনের সময় মোবাইল প্যাট্রোলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে। ২. এলাকাভিত্তিক পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা তদারকি করা হবে। ৩. পূজামণ্ডপ ও আশপাশে পকেটমার, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের টহল ডিউটি নিয়োজিত থাকবে। ৪. ৩ স্তরের নিরাপত্তা বলয় পুরো জেলা জুড়ে নিশ্চিত করা হবে। ৫. কিশোর গ্রুপগুলোর প্রতি বাড়তি নজরদারি রাখা হবে। ৬. দুর্গাপূজার এ সময়টিতে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং করা হবে।
এদিকে, দুর্গাপূজার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এবং যেকোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে, মন্ডপ এলাকায় মাদকসহ নেশাজাতীয় দ্রব্য যাতে কেউ ব্যবহার করতে না পারে, সে দিকে নজরদারি করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার।

আড়াই হাজার বাইকের বহর নিয়ে মনোনয়ন জমা দিলেন এমপি!
ঢাকা প্রতিদিন অনলাইন || সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শিল্পপতি আব্দুল মমিন মণ্ডল এর আগে কখনো আওয়ামী লীগ বা এর কোনো