অনলাইন ডেস্ক : ঢাকার আশপাশ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি এখন লঘুচাপ আকারে রয়েছে, এটি আরও উত্তর বা উত্তরপূর্ব দিকে এগিয়ে দুর্বল হতে পারে। এছাড়াও উপকূল, বঙ্গোপসাগর অথবা সমুদ্রবন্দরে ঝড়ের কোনো সম্ভাবনা নেই।
আজ শনিবার আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ দেওয়া আবহাওয়ার খবরে এ তথ্য জানিয়েছে।
বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সকাল ৬টার দিকে গাজীপুর ও তৎসলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও উত্তর বা উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।