নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজি বন্ধের দাবিতে কার্গো জাহাজ মালিক সমিতি সারা দেশে নৌ ধর্মঘট করার হুমকি দিয়েছে ।
রোববার (১০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ হুমকি দেয় সংগঠনটি।
কার্গো জাহাজ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দীন বীর বিক্রম বলেছেন, ‘নৌ পুলিশ, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা প্রতিনিয়ত নৌপথে কার্গো জাহাজ থেকে বিশাল অংকের চাঁদা আদায় করছে। চাঁদাবাজি বন্ধ না করলে সারা দেশে নৌ ধর্মঘট ডাকা হবে।’