পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরের সালথায় নিয়মিত বাজার মনিটরিং করে আসছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান (পিপিএম)।
আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সালথা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন তিনি। এ সময় মূল্যে তালিকা সঠিকভাবে প্রদর্শন করা ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন ওসি। এসময় সালথা থানার এসআই মোঃ সুমনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাজার মনিটরিংকালে সালথা থানার ওসি ফায়েজুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য বিক্রেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে আসছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় রমজানের শুরু থেকে সালথা উপজেলা সদর বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং করছি আমরা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।