গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে পল্লী চিকিৎসক জয়নাল আবেদীনের (৬১) লাশ সামাজিক কবরস্থানে দাফনে বাধা দেওয়া হয়েছে।
জয়নাল আবেদীন উপজেলার মহরাবহ গ্রামে বাসিন্দা। তিনি একাধারে লেখক, মানবাধিকার কর্মী ও পল্লী চিকিৎসক ছিলেন। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন হৃদরোগে আক্রান্ত হয়ে সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার (৩১ জানুয়ারি) বিকেলে নিজ গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। পরদিন সকাল ১১টায় তার জানাজার সময় নির্ধারণ করে পরিবারের সদস্যরা।
নির্ধারিত সময়ে পরিবারের লোকজন, গ্রামবাসী ও স্বজনরা তার লাশ মহরাবহ সামাজিক কবরস্থানে নিয়ে যায়। তখন স্থানীয় মসজিদের ইমামসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে লাশ দাফনে বাধা দেয়। তাদের দাবি জয়নাল আবদীন ‘আমি মিকাইল বলছি’ বইয়ে এবং বিভিন্ন সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।
লাশ দাফনে বাধা দেওয়া নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।