ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্মআহবায়ক রবিউল আওয়াল রুবেলকে গ্রেফতার দাবীতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার সকালে ছত্রলীগ নেতা জামিল হোসেনের উপর হামলার প্রতিবাদে ধামরাই থানাষ্ট্যান্ড ধামরাই প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষোভকারীরা সন্ত্রাসী রুবেলকে দ্রুত মামলা রেকর্ড করে গ্রেফতার দাবি জানান। ওই সময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে থানা স্টেশন থেকে ধামরাই থানায় যান। উল্লেখ্য, গত রোববার রাতে ছাত্রলীগ নেতা জামিলকে পিটিয়ে আহত করে রুবেল। এ প্রতিবাদে গতকাল মঙ্গলবার উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা এমন কর্মসূচি দেয়।

১০২ বছরে গৌরবময় ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা প্রতিদিন প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ। জ্ঞান আহরণ ও বিতরণের গৌরবময় ইতিহাস নিয়ে ১০২ বছরে পদার্পণ করলো দেশের