ফরিদপুরের নগরকান্দা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির (নভেম্বর ২০২৪) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রানী সস্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল, কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলু, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা খান,পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবু ফকির,রামনগর ইউনিয়নের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল, পল্লি বিদ্যুৎ নগরকান্দা জোনাল অফিসের ডিজিএম ইন্জিঃ শাহরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জন প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক সহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সাইফুল ইসলাম উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।