বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অর্থসংস্থান ও ব্যাকিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম এ জব্বার (৭৫) শুক্রবার বিকালে ফরিদপুরের নগরকান্দার কুঞ্জনগর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি — রাজিউন) ।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রামনগর ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ট শিক্ষাবিদ অৎ্যাপক এম এ জব্বারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ শনিবার সকাল ১০ টায় কুঞ্জনগর নিজ বাসভবন চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের নামাজে জানাজায় বিপুল সংখ্যক মুসল্লী শরীক হয়। শিক্ষাবিদ অধ্যাপক এম এ জব্বারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।