ফরিদপুরের নগরকান্দায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন যুব ওলামায়ে কেরামদের সংগঠন বাংলাদেশ মানব কল্যান ফোরাম।
আজ শুক্রবার সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে নগরকান্দা উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার দুই শতাধিক দুঃস্থ এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
বাংলাদেশ মানবকল্যান ফোরামের সভাপতি মুফতি মাসুদুর রহমানের তত্বাবধানে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন বাংলাদেশ মানব কল্যান ফোরামের সাধারন সম্পাদক মুফতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতি জসিমউদদীন, সহ সভাপতি মাওলানা জিনাত আলী,মাওলানা ওয়াহিদুজ্জামান,মাওল্না নিছারুদ্দীন প্রমুখ।