নিজস্ব প্রতিবেদক : মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ।
সোমবার (২৮ ডিসেম্বর) প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
অপরদিকে বেপজার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া আরেক আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এর আগে গত ২৩ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খানকে বিএসএমএমইউ হাসপাতালের নতুন পরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করে।