বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্ত্রীকে খুন করে স্বামীও উদাও কক্সবাজার বাঁকখালী নদীর দখল ও দূষণের ভয়াবহতা দেখলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান ও সাখাওয়াত হোসেন প্রতিযোগিতায় টিকতে হলে বন্দরের সক্ষমতা বাড়াতে হবেঃ চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান পাইকগাছায় অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লালমনিরহাটে বিশেষ অভিযানে গাজা ও মাদক’সহ গ্রেফতার- ২ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্য’ তত্ত্ব বিষয়ে বক্তব্য দিচ্ছেন পোপের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার বাংলাদেশকে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক ৩১ দফা বাস্তবায়নই হবে সব জুলম নির্যাতনের প্রতিশোধ : তারেক রহমান ওয়ালপ্যাড ৯জি: অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটনের নতুন অ্যান্ড্রয়েড ট্যাব বাংলাদেশ-ভুটানের বাণিজ্য আরো সহজ করার আহ্বান জবি ভর্তি : বিষয় পছন্দক্রমের সময় বাড়ল শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আমরা উদ্বিগ্ন : শিক্ষা উপদেষ্টা রাজশাহীতে রিকশা থামিয়ে আওয়ামী লীগ নেতাকে গুলি রানা প্লাজা ট্রাজেডি, দুঃসহ স্মৃতি এখনও তাড়া করছে আহতদের চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, জনজীবনে চরম ভোগান্তি সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি শ্রীমঙ্গলের আমিনুল ইসলাম বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল মিরপুর প্রিন্স বাজারের ঈদ র‌্যাফেল ড্রতে বিজয়ী ৩৫ জন গরমে ব্যালকনি হোক স্বস্তির জায়গা, সাজিয়ে ফেলুন কয়েকটি উপায়ে নবজাতকদের রোগ নির্ধারণ করা গেলে অনেক রোগ থেকে মুক্ত রাখা সম্ভব শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, মাদরাসাশিক্ষক আটক সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিতে যোগ দিচ্ছেন ১৫ জেলার সাংবাদিকরা ‘পছন্দ হোক আর না হোক, লবণ মাখিয়ে সমালোচনা গ্রহণ করি’ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হাত-পা বিচ্ছিন্ন করে বিএনপি কর্মীকে হত্যা : মূলহোতাসহ গ্রেপ্তার ৭ শাসকের জুলুম থেকে বাঁচতে যে দোয়া পড়া সুন্নত

নববর্ষে জাতির আকাঙ্ক্ষা ভোটাধিকার ফিরে পাওয়া : রিজভী

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যার জন্য আমরা গত ১৫ থেকে ১৬ বছর ধরে লড়াই করছি এখনও সেটি নিশ্চিত হয়নি। সেটি নিশ্চিত করার পথেই আমরা এগুচ্ছি। কিন্তু, এটি নিয়ে টালবাহানা করা চলবে না। চলবে না এই অর্থেই যে, এটার জন্যই তো সংগ্রাম হয়েছে—সেটা হলো গণতন্ত্র। সুতরাং নববর্ষে জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরে পাওয়া। কারণ, শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নববর্ষ উপলক্ষে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সতীর্থ স্বজনের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এই ভোটাধিকার কেড়ে নিতে গিয়ে তিনি (হাসিনা) আজীবন ক্ষমতাবিলাসী চেতনা নিয়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, দেশের ন্যায় বিচার, আদালত, আইনকানুন, গণমাধ্যম সবকিছু ভেঙেচুরে তছনছ করে দিয়ে একটা একদলীয় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার এই ভয়ংকর থাবার মধ্যেও এদেশের মানুষ তার নিজস্ব চিন্তা তার নিজস্ব সংস্কৃতি তার গৌরবময় অতীত এবং তার আবহমান বাংলার প্রকৃত যে আদর্শ—সেটা বুকে ধারন করেই লড়াই করেছে। আর এই লড়াই করেছে বলেই আমরা আজকে বিজয়ী হয়েছি।

তিনি বলেন, এই বিজয়কে আরও দীর্ঘস্থায়ী করতে হবে। এই বিজয়কে একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আমি যে কথাটি বললাম—আজকের নববর্ষের জাতির আকাঙ্ক্ষা হচ্ছে অতিদ্রুত ভোটাধিকার ফিরে পাওয়া।

রিজভী প্রশ্ন রেখে বলেন, ভোটাধিকারকে কেন সংস্কারের সঙ্গে এক করে দেওয়া হচ্ছে? পৃথিবীর কোথাও তো এটা দেখা হয়নি। গণতন্ত্র মানেই সংস্কার। গণতন্ত্র মানে একটা নদীর প্রবল স্রোতের মতো একটা পদ্ধতি, একটি ধারাবাহিকতা। যে নদীর পানি যত খরস্রোতা, সেই নদীর পানি তত স্বচ্ছ। কারণ, সেখানে কোনো ধরনের আবদ্ধতা তৈরি হয় না।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, বিগত ১৫ থেকে ১৬ বছর অত্যন্ত পরিকল্পিতভাবে একটি বিদেশি সংস্কৃতির উপাদানগুলো আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কত পরিকল্পিত এবং সূক্ষ্মভাবে তারা যে মঙ্গল শোভাযাত্রার নামে যে সমস্ত মুখোশ ব্যবহার করত, যে প্রতিকৃতিগুলো তারা ব্যবহার করত—সেখানে পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিকৃতভাবে চিহ্নিত করে সেটা নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করেছে।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকের নাগরিক অধিকার নিশ্চিত থাকতে হবে। সেখানে পরিকল্পিতভাবে দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে বিকৃত করা হতো, কেন? সব দাড়িওয়ালা টুপিওয়ালারা তো স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেনি। দেশের প্রত্যেকটি মানুষ একটি পর্যায়ে বুঝতে পেরেছে আমরা একটি পরিকল্পিত আগ্রাসী শক্তির সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে পড়ে যাচ্ছি।

রিজভী বলেন, ৫ আগস্টের আন্দোলনের যে সফলতা, এই যে দুনিয়া কাঁপানো যে বিপ্লবের মধ্য দিয়ে শুধু একটি রাজনৈতিক দল বা ফ্যাসিস্টের পতন নয়—এটা ছিল আমাদের পদলিত করে রাখার যে সাংস্কৃতিক অর্থনৈতিক আধিপত্যবাদী চক্রান্ত, সেটার বিরুদ্ধেও কিন্তু এই লড়াইয়ে বিজয়ী হওয়া। শুধু হাসিনার পতন নয়, আমরা সমস্ত দিক থেকে বিজয়ী হয়েছি—এটার মধ্য দিয়ে।

এদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল নেতা তৌহিদ আউয়াল, রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর