নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জের আগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজাহার উদ্দিন কাজলের পক্ষে মতবিনিময় সভা করা হয়েছে। শুক্রবার বিকালে প্রার্থীর নিজ বাড়ির উঠানে এ সভা করা হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান ফিরোজ সভায় সভাপতিত্ব করেন। সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী রাজনীতিক আজিজুর রহমান ফকু। সাবেক যুবলীগ নেতা জহির রায়হানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুশিল কুমার সরকার, মুক্তিযোদ্ধা কাজী বেলায়েত, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দারু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক টিপু, হারুন-অর-রশিদ, মনিকা ইসলাম, মহিলা নেত্রী এস এম খুরশিদা মহিউদ্দিন, তাঁতীলীগ নেতা আলতাফ হোসেন বেপারী, কার্জন আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রতন মন্ডল প্রমুখ।