হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায় আনসার বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া মালামালের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত ২৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২:০০ ঘটিকায় আনসার বাহিনীর পিসি মোঃ আবুল কাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাতেনাতে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়। আটককৃত ব্যক্তিরা হলেন ১. মোঃ আজির উদ্দিন (৩৮) পিতা, মোঃ আফরুজ উল্লাহ, গ্রাম দক্ষিণ তাজপুর ওসমানী নগর, সিলেট। ২. মোছাঃ সানিয়া আক্তার (১৩) পিতা মোঃ আলফাজ মিয়া, দক্ষিণ তাজপুর ওসমানী নগর, সিলেট।
অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ, লোহার সরঞ্জাম ও নির্মাণসামগ্রী। এসব মালামাল চুরি করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল চক্রটি বলে ধারণা করছে আনসার কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায় চুরি ও মালামাল পাচারের ঘটনা ঘটে আসছিল। এতে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। আনসার বাহিনীর অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আটক দুইজনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার সাথে আর কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে বিবিয়ানা পাওয়ার প্লান্টের নিরাপত্তা দায়িত্বে থাকা পিসি মোঃ আবুল কাশেম বলেন, আনসার বাহিনী নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে এ অভিযান চালায়। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। গত ২৫ মে ২০২৫ ইং তারিখে পিসি মোঃ আবুল কাশেম বিবিয়ানা পাওয়ার প্লান্টে আনসার ক্যাম্পে যোগদান করেছেন। যোগদানের পরপরই বাহিনীর সার্বিক নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত টহল কার্যক্রম চালু করা হয়েছে এবং সকল সদস্যকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি-ভিত্তিক নজরদারি ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আনসার বাহিনী জনগণের জানমাল রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।