সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কর্ণফুলী পেপার মিলস্ শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে গেইট মিটিং অনুষ্টিত দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অগ্নিসংযোগ নওগাঁ- ২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শাহজাদপুরে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগের বিধান বাতিলের প্রতিবাদে মানববন্ধন  শেরপুরে ব্যানারে  সাবেক হুইপের ছবি  দিয়ে গভীর রাতে  আঃলীগের ঝটিকা মশাল মিছিল আওয়ামী লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ভাসানীর ৪৯’তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা লালমোহনে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভান্ডারিয়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ে তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত গোয়াইনঘাট গহড়া গ্রামে সম্প্রীতি ও ঐতিহ্যের নবান্ন উৎসব উদযাপন কমিউনিটি ব্যাংক ও সি পার্ল হসপিটালিটি গ্রুপের সঙ্গে ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর ব্রিজ ভেঙে পরায় নদী পারাপারে চরম দুর্ভোগ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অটো চালকের লাশ ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পাইকগাছায় শীতের শুরুতেই কদর বেড়েছে পুরনো গরম কাপড়ের গাজীপুরের গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই দুই সন্দিগ্ধকে ধরে ফেলল র‌্যাব আত্রাইয়ে গ্রামীণফোনের টাকা ছিনতাই মামলা ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার পাইকগাছায় বর্জ্য দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশ উন্নয়নে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রচারে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কালিগঞ্জ বিএনপি নেতা ফারুকের ৮ম মৃত্যুবার্ষিকী আগামীকাল বগুড়া-১ আসনে ধানের শীষে ভোট চেয়ে কাজী রফিকুল ইসলামের ব্যাপক গণসংযোগ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা রদবদল নারায়ণগঞ্জে প্রার্থী পরিবর্তনের দাবীতে মহানগর বিএনপি’র সংবাদ সম্মেলন সরওয়ার জামাল নিজামের প্রোগ্রামে মানুষের ঢল গুটিকয়েক চাঁদাবাজের বিরোধিতা সত্ত্বেও বিএনপি সমর্থকদের উচ্ছ্বাস বোয়ালখালীতে বেসিক কোর্স সম্পন্ন: সুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটদের ভূমিকা অনন্য: কানিজ ফাতেমা রাউজানে কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসার ৬৫তম বার্ষিক সভা অনুষ্ঠিত ১৩৪টি বিজ্ঞাপনী প্রচারণাকে সম্মাননা প্রদান করে ১৪তম কমওয়ার্ড অনুষ্ঠিত জ্ঞান ও প্রযুক্তির সম্মিলনে তরুণদের নিয়ে বেসিসের উদ্যোগ নওগাঁয় ইটভাটা মালিক-শ্রমিকের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

নবীগঞ্জে বিবিয়ানা ৩৪০০ পাওয়ার প্লান্টে আনসারের অভিযানে লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার, আটক ২

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায় আনসার বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া মালামালের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত ২৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২:০০ ঘটিকায় আনসার বাহিনীর পিসি মোঃ আবুল কাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাতেনাতে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়। আটককৃত ব্যক্তিরা হলেন ১. মোঃ আজির উদ্দিন (৩৮) পিতা, মোঃ আফরুজ উল্লাহ, গ্রাম দক্ষিণ তাজপুর ওসমানী নগর, সিলেট। ২. মোছাঃ সানিয়া আক্তার (১৩) পিতা মোঃ আলফাজ মিয়া, দক্ষিণ তাজপুর ওসমানী নগর, সিলেট।

অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ, লোহার সরঞ্জাম ও নির্মাণসামগ্রী। এসব মালামাল চুরি করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল চক্রটি বলে ধারণা করছে আনসার কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায় চুরি ও মালামাল পাচারের ঘটনা ঘটে আসছিল। এতে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। আনসার বাহিনীর অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আটক দুইজনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার সাথে আর কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ প্রসঙ্গে বিবিয়ানা পাওয়ার প্লান্টের নিরাপত্তা দায়িত্বে থাকা পিসি মোঃ আবুল কাশেম বলেন, আনসার বাহিনী নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে এ অভিযান চালায়। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। গত ২৫ মে ২০২৫ ইং তারিখে পিসি মোঃ আবুল কাশেম বিবিয়ানা পাওয়ার প্লান্টে আনসার ক্যাম্পে যোগদান করেছেন। যোগদানের পরপরই বাহিনীর সার্বিক নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত টহল কার্যক্রম চালু করা হয়েছে এবং সকল সদস্যকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি-ভিত্তিক নজরদারি ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আনসার বাহিনী জনগণের জানমাল রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।


এই বিভাগের আরো খবর