নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক ও জনপথ বিভাগ আওতাধীন নবীনগর-শিবপুর-রাধিকা সড়ক উন্নয়ন প্রকল্প প্যাকেজ-২ কাজের উদ্ধোধন করা হয়েছে। গত শুক্রবার স্থানীয় সাংসদ ও তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এ কাজের উদ্বোধন করেন। ৯৭ কোটি ৮১ লক্ষ টাকা ব্যায়ে ৯কিলোমিটার সড়কের কাজ আগামী ২০২২ সালের মে মাসের মধ্যে শেষ হবে। উদ্বোধনী ভাষনে সাংসদ স্থানীয় জনগনকে যাদের জমি এ রাস্তার জন্য অধিগ্রহন করা হয়েছে তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে সরকার ঘোষিত প্রাপ্য জমির তিনগুন মূল্য জেলা প্রশাসকের কাছ থেকে নিয়ে যেতে বলেন। এর পূর্বে সাংসদ রসুলপুর, নান্দাইল- কুড়িঘর, বিটঘর (জঘকই) (মহেশ রোড) মহাসড়কের চলমান কাজ এবং একটি ব্রীজের নির্মান কাজ পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, সওজের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক, সহ আরো অনেকে।