নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে করোনাভাইরাস (কভিড-১৯) ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বর্তমান সময়ে করোনা ও ডেঙ্গুসহ অন্যান্য সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও সংক্রমণের ঝুঁকি রোধে করণীয় নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হয়। এসময় করোনা ও ডেঙ্গু সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে সহযোগিতা কামনা করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর জাকির হোসেন এবং জাহাঙ্গীর প্রধান। এ বিষয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুন্নি দাস। এসময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, প্রবীণ সাংবাদিক নিবারণ রায়, একে ফজলুল হক, বাসস প্রতিনিধি আবু তাহের প্রমুখ। হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর লাইফস্টাইল, স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আয়োজন করে এবং বাস্তবায়নে নরসিংদী সিভিল সার্জন অফিস।