নরসিংদী প্রতিনিধি
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সমন্বয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নরসিংদী সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর নবাগত সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার সুমন। কর্মশালায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার নাসিম আল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দের দৈনিক ইত্তেফাকে নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সভাপতি সরকার আদম আলী প্রমুখ। ক্যাম্পেইনের দিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।