নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে জিডিটাল রেকর্ড রুমের উদ্বোধন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নরসিংদীর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন সংবাদ সম্মেলনে ডিজিটাল রেকর্ড রুমের উপর বিস্তারিত বক্তব্য পেশ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাউছার আজিজ, নরসিংদী সদর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া, এনডিসি শাহরুখ খান প্রমুখ। ডিজিটাল রেকর্ড রুম উদ্বোধন উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।