পিরোজপুরের নাজিরপুরে পানিতে পড়ে মারা যাওয়া দুই শিশুর পরিবারকে স্ব-উদ্যোগে আর্থিক সহায়তা করলেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মৃত হাফসা খানম (৫) ও আমিনুল ইসলাম (৩) এর বাড়িতে গিয়ে তার পিতা মোস্তাকিন এর হাতে ১০ হাজার একটি চেক এবং চাল,ডাল,তেল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি তার হাতে তুলে দেন, এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের একই পরিবারের দুই শিশু সন্তান পানিতে পড়ে নিহত হয়। নিহত হাফসা খানম স্থানীয় আমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম,সিপার সহ
বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ জানান, ক্ষতিগ্রস্থ পরিবার আমার কাছে আর্থিক অনুদান পাওয়ার জন্য কোন আবেদন করেন’নি তবে প্রত্রিকার নিউজ দেখে মানবিক দৃষ্টিকোন থেকে স্ব-উদ্যোগে শোকাহত পরিবারকে আমি এ অনুদান দিয়েছি।