পিরোজপুরের নাজিরপুরে উপজেলা শ্রমিকদলের নতুন কমিটির আহবায়ক কে অবাঞ্ছিত ঘোষণা ও কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা শ্রমিক দলের কিছু নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে নাজিরপুর প্রেসক্লাবে পদ বঞ্চিতরা এ সংবাদ সম্মেলন করেন। লিখিত সংবাদ পাঠ করেন নতুন কমিটির সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক সজল। এসময় তিনি সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন, গতকাল ০২ ডিসেম্বর ২০২৪ তারিখে নাজিরপুর উপজেলায় শ্রমিক দলের একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। সদ্য ঘোষিত কমিটিতে যাকে আহবায়ক করা হয়েছে তাকে চিনে না নাজিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তিনি ঢাকায় অবস্থান করেন এবং জেলা নেতার আত্মীয়তার সুবাধে আহবায়ক পদ বাগিয়ে নিয়েছেন, বিগত দিনে নাজিরপুরের মাটিতে তার এক মিনিটের আন্দোলন সংগ্রাম এমনকি রাজনৈতিক কর্মকাণ্ডের রেকর্ড নাই বলে বিক্ষুব্ধ শ্রমিক নেতারা দাবী করেন , ওই কমিটিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিলুপ্ত কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম শপুকে পুনরায় সদস্য সচিব করা হয়েছে। এতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করেছে। ইতিমধ্যে আমরা এই স্বজনপ্রীতি ও আ’লীগের লোকজন দিয়ে করা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি। বর্তমান কমিটির আহবায়ক কে অবাঞ্ছিত ঘোষণা করছি। এই কমিটি বাতিল করে নতুন করে ত্যাগীদের দিয়ে একটি কমিটি করার জোর দাবি করছি। দেশনায়ক তারেক রহমান, কেন্দ্রীয় শ্রমিক দল, জেলা বিএনপি, উপজেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দের দায় নিতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলো না তাদের কে নাজিরপুর শ্রমিক দলের নেতৃবৃন্দ যে কোন মূল্যে প্রতিহত করবে। অর্থনৈতিক লেনদেনের কমিটি নাজিরপুরে কার্যক্রম করতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন নতুন কমিটির উপদেষ্টা, সাবেক উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. হিরুয়ার রহমান মোল্লা, যুগ্ম আহবায়ক সুমন খান, আমিনুল ইসলাম স্বপন, সাফায়েত হোসেন খান, সদস্য সাইফুল ইসলাম চঞ্চল, মাহাবুব খানসহ বর্তমান ও সাবেক কমিটির অর্ধশতাধিক নেতৃবৃন্দ।