বিনোদন ডেস্ক: সুশান্তের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়াসহ তার উপরে একাধিক অভিযোগ। তিনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য দায়ী, মাদককাণ্ডে জড়িত ইত্যাদি। সে সব ঝামেলা এড়িয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
সোমবার বলিউডের আলোচিত এই বাঙালি অভিনেত্রীকে দেখা গেল মুম্বাইয়ের একটি জিমের বাইরে, যেখানে প্রয়াত অভিনেতা তথা প্রেমিক সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তিনি প্রায়ই ধরা পড়তেন পাপারাৎজিদের ক্যামেরায়। জিম থেকে বেরিয়ে ‘এক্সকিউজ মি’ বলে ভিড় কাটিয়ে সোজা উঠে পড়েন গাড়িতে।
সুশান্ত-মৃত্যু কাণ্ডে ও মাদকযোগে গ্রেপ্তার হয়ে ২৮ দিন জেলে কাটাতে হয়েছে রিয়াকে। জেলে ছিলেন তার ভাই সৌভিক চক্রবর্তীও। তারা দুজনেই এখন জামিনে মুক্ত। ছাড়া পেয়ে অবশ্য দীর্ঘ দিন নিজেকে ঘরবন্দি রেখেছিলেন রিয়া। এখন আবার চলতে শুরু করেছেন পুরনো গতিতে।
নতুন বছরের একেবারের শুরু দিকে বন্ধু শিবানি দান্ডেকরের দিদি আনুশকা দান্ডেকরের জন্মদিনের পার্টিতে সামিল হয়েছিলেন রিয়া চক্রবর্তী। বন্ধুদের সঙ্গে হাসিমুখে পুরনো দিনের মতো ক্যামেরার সামনে পোজও দিয়েছিলেন অভিনেত্রী।