ময়মনসিংহের নান্দাইলে এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের মাঝে , সাওফা গ্রুোপের আয়োজনে সাওফা কৃতি সংবর্বধনা ও শিক্ষা বিষয়ক মোটিভেশনাল সেমিনার (২০২৪)অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উক্ত সংবর্বধনা অনুষ্ঠানে মানিকগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে ও নান্দাইল বই পড়া আন্দোলনের সাধারন সম্পাদক ফায়জুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদার, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শামীম সিদ্দিকী, তারেরঘাট আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, ঘোষপালা ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল আবুল হাসান মোহাম্মদ এনামুল হক, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি, নান্দাইল প্রাথমিক শিক্ষক সিমিতির আহবায়ক আমিনুল ইসলাম আন্জু, কাশিনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, গইছখালী দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মতিউর রহমান, বাশহাঁটী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হাফিজুর রহমান রিপন, প্রমুখ।