ময়মনসিংহের নান্দাইলে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপি’র স্বেচ্ছাধীন তহবিলের ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার নান্দাইল বাজারস্থ মাননীয় পরিকল্পনামন্ত্রীর নিজস্ব কার্যালয়ে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও দুস্থ ব্যাক্তির অনুকূলে ৫৮জনের মাঝে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার নগদ চেক অর্থ অনুদান বিতরণ করেন।
মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের নগদ অর্থ অনুদান পাওয়া প্রতিষ্ঠান ও দূস্থ ব্যাক্তিরা মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে সাধুবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রীর পিএস উপ-সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, মন্ত্রীর জেষ্ঠ্য কন্যা ব্যাক্তিগত রাজনৈতিক সহকারী ওয়াহিদা হোসেন রূপা, মন্ত্রীর এপিএস আবু নছর ভূইয়া মাসুক,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দীন ভূঁইয়া সহ প্রমুখ।