ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লী ইউনিয়নের চকপাড়া গ্রামে শনিবার দিবাগত মধ্যরাতে নুরুল ইসলামের পুত্র শাহিন ভূঁইয়ার প্রায় এক একর-পুকুরে বিষ ঢেলে দেওয়ায় প্রায় চার লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মরে পুকুরে ভেসে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার (৩রা নভেম্বর) শাহিন ভূইয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের বংশীয় চাচা সম্পর্ক সুলতান আহমেদের দুই পুত্র মোহাম্মদ নুরুজ্জামান ও কামরুজ্জামান সুমন এবং শাহ পরানের পুত্র মোহাম্মদ নাঈম মিয়া সহ অজ্ঞাতো আরো ২/৩ জন বসতবাড়ি সংলগ্ন পশ্চিম পাশে ৯০ শতাংশ জমিতে ফিসারি দিয়ে বিভিন্ন প্রজাতির মাস চাষ করে যাচ্ছে। উক্ত ফিসারী বাদীর ভাই মোঃ শরীফ ভূঁইয়া দেখভাল করে থাকে।
বাদীর সাথে বিবাদীর আরো একটি যৌথ পুকুর রয়েছে। এই পুকুরে মাছ মারা কে সৃষ্ট গোল যুগের কারণে। উল্লেখিত বিবাদীরা পুকুরে মারাত্মক ধরনের বিষ ঢেলে প্রতিশোধ নিতে এই অমানবিক অপকর্ম টি সাধন করে। রোববার সকালে শতশত মানুষ পুকুরের মরা মাছ দেখে তীব্র খুব প্রকাশ করে এবং নিন্দা জ্ঞাপন সহ উপযুক্ত বিচার দাবি করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ আহমেদ জানান বাদীর লিখিত এজাহার পাওয়া গেছে বিষয়টি যথাযথ তদন্ত করে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।