ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উদ্দ্যোগে মাঠিকাটা বাজারে সোমবার স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন বিএনপি নেতা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. শামসুল ইসলাম শামস্ (পিএসপি,পিএইচডিজি)।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের দোসররা এখনও সব জায়গায় বসে আছে মন্তব্য করে বলেন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। কিন্তু ছাত্র-জনতার গণ আন্দোলনের পর যে আকাঙ্খা সৃষ্টি হয়েছে তাতে জাতিকে বিভক্ত করা যাবে না সব ষড়যন্ত্র ভেসে যাবে এবং সকলকে সকলের স্থান থেকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান করেন।
তিনি আরও বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মাঠি কামড়ে ধরে রেখেছেন। আর স্বৈরাচার শেখ হাসিনা ৪৫মিনিটে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বর্তমানে তিনি ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। উক্ত মতবিনিময় সভা শেষে তিনি নান্দাইল পৌর সভার ৮ ও ৯নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের নিয়ে নান্দাইল নতুন বাজারে আরও একটি মতবিনিময় সভা করেন।
উক্ত মতবিনিময় সভাগুলোতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল পৌর সভার সাবেক মেয়র বার বার কারা নির্যাতিত নেতা এএফএম আজিজুল ইসলাম পিকুল,বিএনপির নেতা বাবু পল্লব রায় সহ প্রমুখ। এছাড়াও সভায় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।