রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুুন্সিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, নদীগর্ভে বিলীন দেড় শতাধিক ঘরবাড়ি প্রধান বিচারপতির নিয়োগসহ ৩টি বিষয়ে আলোচনায় ঐকমত্য কমিশন ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের সরকার কেন সহিংসতা প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের চীনা জিএসি’র শোরুম এখন বাংলাদেশে, অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ বিদেশে পাসের হার শতকরা ৮৭.৩৫ শতাংশ পদ্মা নদীর বালুমহালে গোলাগুলি, রাখাল আহত আনোয়ারা, আশ্রয়ণের ফাঁকা ঘর এখন মাদকের আখড়া কোটালীপাড়া, শত বছরের নৌকার হাটে নেই ক্রেতার হাঁকডাক পায়ুপথে ইয়াবা পাচার করছিলেন বিএনপি নেতা, আটক ২ কাঁচা মরিচের দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি সিওনতেক রাজধানীর পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-গুলি অকারণে মুড অফ? মেজাজ ভালো করবেন যেভাবে জরুরি টিকাদানে মৃত্যুহার ৬০% কমেছে : গবেষণা চিড়িয়াখানায় সিংহের আক্রমণে হাত হারালেন নারী অজয়ের নাচ নিয়ে মজা নিলেন স্ত্রী কাজলও সহায়তার শর্তে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ক্ষমা আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ১৩ নারী-পুরুষ আটক দোয়া, সায়্যিদুল ইসতিগফার পূর্ব সুন্দরবনের শেলারচরে বনরক্ষীদের হাতে একটি ট্রলারসহ আটক ৬ মতলবে সেফটি ট্যাংকি থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মুুন্সিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ মাদক কারবারী আটক আনোয়ারায় ক্যান্সার আক্রান্ত সাইফুলের চিকিৎসায় স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের আর্থিক সহায়তা তাসনিয়া সারা জিপিএ-৫ পেয়েছে ঐতিহাসিক জুলাই আন্দোলন স্মরণে ‘শ্রীপুরে জুলাই’ শীর্ষক আলোচনা সভা

নান্দাইলে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে হতদরিদ্রদের মাঝে ইউএনওর ভিজিএফ চাল বিতরণ

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
সোমবার, ২ জুন, ২০২৫, ৮:০০ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বর্তমান সরকারের ঈদ উপহার ভিজিএফ কার্ডের মাধ্যমে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে চাল বিতরণ করায় হতদরিদ্র পরিবারের মাঝে প্রশংসায় ভাসছেন। জানাগেছে, ইউএনও সারমিনা সাত্তার ঈদ উপহার ভিজিএফ কার্ড প্রকৃত হতদরিদ্র পরিবারের মাঝে পৌছে দিতে হতদরিদ্রদের তালিকা তৈরির দায়িত্ব প্রদান করেন নান্দাইলের মাধ্যমিক শিক্ষা অফিস, সমাজ সেবা অফিস ও ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে প্রকৃত হতদরিদ্রদের তালিকাভূক্ত করে ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করছেন। ভিজিএফ কার্ডের মাধ্যমে হতদরিদ্র পরিবারের তালিকাভূক্ত হয়েছেন নান্দাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠান। যেমন, কওমী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের হতদরিদ্র পরিবারের সদস্যরা।

এছাড়া নান্দাইলের সকল এতিমখানা সহ সকল মসজিদ সমূহের ইমামগনের মাধ্যমেও ভিজিএফ চালের কার্ড তালিকাভূক্ত করে হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। এদিকে নান্দাইলের প্রত্যন্ত অঞ্চলে ইউএনও সারমিনা সাত্তার ভিজিএফ চাল বিতরণকালে আশ্রয়ন প্রকল্পের আশ্রিতা পরিবার, ছিন্নমূল পরিবার ও শ্রমজীবি দিনমজুর ও শ্রমিকদের মাঝে স্ব শরীরে উপস্থিত হয়ে নিজ হাতে সরকারের ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ করতে দেখা গেছে। নান্দাইলের এধরনের একজন ইউএনও এভাবে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল নিজ হাতে বিতরণ করায় সর্বত্ত প্রশংসায় ভাসতে দেখাগেছে। হতদরিদ্র ভিজিএফ কার্ডধারীরা অনেকেই আবেগে আপ্লুত হয়ে বলেন, আমরারে কেউ কোন দিন এইবে চাওল দেয় নাই। কিন্তু এই ঈদের আগে আমরা ১০কেজি কইরা চাওল পাইয়া খুব খুশি অইছি। আল্লাহ টিএনও স্যারকে ভালা রাখুক।

নান্দাইলের বিভিন্ন মহলের সুধীজনও এভাবে হতদরিদ্রদের তালিকা করে সরকারের ঈদ উপহার পৌছে দেওয়ায় ইউএনওর এ ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নে সর্বমোট ৩০ হাজার ৩শ টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৩০০ মে.টন ও পৌর সভায় ৪ হাজার ৬শ ২১টি কার্ডের বিপরীতে ৪৬.২১০মে.টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। এবিষয়ে নান্দাইল পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমান বলেন, পৌর সভার ৯টি ওয়ার্ডের হতদরিদ্র লোকজনের কাছে ভিজিএফ কার্ড পৌছে দিয়েছি এবং তা সুষ্ঠুভাবে বিতরণ অব্যাহত আছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, গত ঈদে ভিজিএফ চাউল বিতরণে বিভিন্ন ধরনের অভিযোগ উঠায় এই ঈদে সরকারী কর্মকর্তা, মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রধানদের মাধ্যমে নান্দাইলের হতদরিদ্রদের তালিকা করে ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে। এছাড়াও আমি নিজে স্ব শরীরে গিয়েও গ্রামের প্রতন্ত অঞ্চলে ভিজিএফের চাল বিতরণ করে আসছি। বিশেষ করে উপজেলার বরিদাস পল্লী (মুচি) পল্লী গুলোতেও আমি নিজ হাতে ভিজিএফ চাল বিতরণ করছি।


এই বিভাগের আরো খবর