ময়মনসিংহের নান্দাইলে চরশ্রীরামপুর আনন্দ বাজার ব্যবসায়ী ও যুব সমাজের আয়োজনে শহীদ শেখ রাসেল স্মৃতি স্মরণে এক হাডুডু খেলার ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৬ জুলাই) আনন্দ বাজার অস্থায়ী খেলার মাঠে কোমর ভাঙ্গা একাদশ বনাম চৈতনখালি ফরাজি একাদশ অংশ গ্রহন করেন। উক্ত খেলায় চৈতনখালী একাদশ ১৪ পয়েন্ট এবং চর কোমর ভাঙ্গা ৪ পয়েন্ট পায়। উক্ত খেলায় চৈতনখালী ১০ পয়েন্ট বেশি পেয়ে বিজয় লাভ করেন।
বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ চানু মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি শাহাব উদ্দীন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক সাইদুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনছার্জ আব্দুল মজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় শ্রমীকলীগের আহবায়ক শফিউল আলম রাসেল,১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দীন, লেখক কলামিস্ট সাইদুর রহমান, নান্দাইল পল্লী বিদুৎ সমতির এলাকা পরিচালক সৌকত হোসেন সহ প্রমুখ।
উক্ত হাডুডু খেলায় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন