ময়মনসিংহের নান্দাইলে কঠোর নিরাপত্তা বেস্টনীর মধ্য দিয়ে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১২৬টি ভোট কেন্দ্রে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়। মোট ৩ লাখ ৫৯ হাজার ৭৬০ ভোটারের বিপরীতে ৮৮২৮১ ভোট কাস্টিং হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে ৪৬৮০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান।
এছাড়া তাঁর নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এমদাদুল হক ভূঁইয়া ২৯৫৩২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।এবং তৃতীয় চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী নাজিমউল্লাহ লিটন ৯১২০ পেয়েছেন।
অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তালা প্রতীকের প্রার্থী ২৮৪২৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী তাছলিমা বেগম তামান্না ৫৪৪৮০ পেয়ে বিজয়ী হয়েছে।