বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) নান্দাইল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকালে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে নান্দাইল সাংবাদিক সমিতি (বাসাস) নান্দাইল উপজেলা শাখার সভাপতি এবি সিদ্দিক খসরু’র সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও নাগরিক টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান খোরশেদুল আলম মুজিব,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া,সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল,আবু হানিফ সরকার,শফিকুল ইসলাম সহ প্রমুখ।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরুকে (দিনকাল) পুনরায় সভাপতি ও মাওলানা হাবিবুর রহমানকে (ইনকিলাব) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, সহ সভাপতি যথাক্রমে আতাউর রহমান বাচ্চু, ডাঃ মঞ্জুরুল হক, মাহমুদুল হাসান পারভেজ, যুগ্ম সম্পাদক যথাক্রমে এহতেশাউল হক শাহিন, শহিদ ভূইঁয়া, মাহাবুব আলম খান, আরএন শ্যামা, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আলী, দপ্তর সম্পাদক ফরিদ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক প্রভাষক এহসানুল হক তানভীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাব উদ্দিন ফকির, সমাজ কল্যান সম্পাদক ইব্রাহিম খলিল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাফায়েত আহম্মেদ, সম্মানিত কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, আবুল হাসেম, রফিকুল ইসলাম রফিক, আবু হানিফ সরকার, শফিকুল ইসলাম শফিক, মঞ্জুরুল হক, এইচএম সাইফুল্লাহ ও শফিউল আলম জুয়েল। উক্ত কার্য্যনির্বাহী কমিটি আগামী ৩বছর দায়িত্ব পালন করবেন।