সমবায়ে গর্ব দেশ,, বৈষম্যহীন বাংলাদেশ,, এই প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২রা নভেম্বর) উপজেলা প্রসাশন ও উপজেলা সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় সংগীত পরিবেশনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল। পরে একটি র্যালী উপজেলা চত্বর পদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় এসে মিলিত হয়।
এ উপলক্ষে উক্ত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার আবু মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক মোহাম্মদ হক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল,নান্দাইল মডেল থানা প্রতিনিধি এসআই সুজন,উপজেলা সমবায় কর্মকর্তা ইনচান আলী,নান্দাইল বিআরডিবির সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল,শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ সমিতির সভাপতি একে এম রমিজ উদ্দীন,নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার জনি মল্লিক, সহকারী পরিদর্শক শরিফুজ্জামান শাকিল,কনকচাঁপা সমবায় সমিতির কোষাধ্যক্ষ আফরোজা আফরিন বিউটি সহ প্রমুখ।
এসময় উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায়ী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।