নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা বার্ষিক পরিদর্শনের জন্য এসেছেন ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) হাবিবুর রহমান। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় জেলা সার্কিট হাউসে এসে পৌঁছান তিনি। এসময় হাবিবুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা পিবিআই পুলিশ সুপার মনিরুল ইসলাম। পরে সার্কিট হাউসে জেলা পুলিশের চৌকস দলের নেতৃত্বে সালাম গ্রহণ করেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শফিকুল ইসলাম প্রমুখ।