খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের জন্য নিয়োগ দেয়া হয়েছে বিশ্বকাপজয়ী কোচ রবিনসনকে ।
তিনি বলেন, ‘ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক কোচকে আমরা নিয়োগ দিচ্ছি। আশা করছি জানুয়ারিতে জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তার অভিজ্ঞতা এবং সাফল্য নিশ্চিতভাবেই আমাদের নারী ক্রিকেটারদের একধাপ এগিয়ে নেবে।’
৩ জানুয়ারি সিলেটে নারী দলের মাসব্যাপী ক্যাম্প শুরু হবে। শুরুতে থাকতে না পারলেও ক্যাম্প শুরুর পর রবিনসন দায়িত্ব গ্রহণ করতে পারেন। নাদেল বলেন, ‘তার সঙ্গে আমাদের চুক্তির কিছু কাজ বাকি আছে। সেগুলো সম্পন্ন হলে তিনি দেশে আসবেন। আশা করছি ক্যাম্পের মধ্যভাগ থেকে আমরা তাকে পাবো।’
কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ হলেও খেলোয়াড়ী জীবন কেটেছে ঘরোয়া ক্রিকেটেই। ১৯৯৭ থেকে ২০০২ পর্যন্ত সাসেক্সের হয়ে খেলেছেন রবিনসন। এর আগে খেলেছেন ইয়র্কশায়ার, নটিংহ্যাম ও ক্যান্টারবুরিতে।