ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভা তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস ছাত্তার নারিকেল গাছ প্রতীকে ৯হাজার ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৭হাজার ৯শ ৬০ভোট। নৌকা প্রতীকের চেয়ে স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক আব্দুস ছাত্তার ১হাজার ৭৭ভোট বেশি পাওয়ায় ময়মনসিংহ জেলা সিনিয়র নির্বাচন অফিসার দেওয়ান মোঃ সারোয়ার জাহান তাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ শাফিকুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪শ ৩৪ভোট ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী শরীফ মোঃ জুলফিকার আলী টিপু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২শ ৬২ভোট। শনিবার পৌরসভার ১১টি ভোট কেন্দ্রে ২২হাজার ৫শ ৩৪জন ভোটারের মাঝে ১৭হাজার ৬শ ৯৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
