সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অভিযান পরিচালনা করে ৯ জেলেকে আটকের পর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জাল ও মাছ জব্দ কারা হয়েছে।
জানা যায়, পটুয়াখালী দশমিনা উপজেলায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে মাছ ধারার সময় ১. ফরুখ হোসেন (৩০) ২. নিরব (১৮) ৩. মোতাহার (৫৫)৪. শাহিন মিয়া(৩২), ৫. আবুল কাশেম (৩২) ৬. মারুখ মিয়া (৩০) ৭. ফরাত হোসেন (৩০), ৮. সোহাগ (১৭), ৯. সোহেল (২৪) জেলেকে আটক করা হয় এরা সকলে ভোলা জেলার লালামোহন উপজেলার বিভিন্ন গ্রামের বসবাস করেন।
অভিয়ানে ৫০ হাজার মিটার জাল ও ২১০ কেজি ইলিশ জব্দ করা হয় ।
পরে আটককৃতদের মৎস্য সংরক্ষণ ১৯৫০সানের আইনের ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাল জনসমূক্ষে পুরিয়ে ফেলা হয় এবং মাছ বিভিন্ন মাদ্রাসায় বিতরন করা হয়।
অভিযান পরিচালনা করেন – মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ড.জোবায়দুল কবির, বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাফিসা নাজ নীরা, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার হোসেন, সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এসআই)আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মেরিন ফিশারিস কর্মকর্তা নাজমুল হাসান সহ নৌ-পুলিশ ও দশমিনা থানার পুলিশ সদস্য।