ডেস্ক রিপোর্ট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট-তামাবিল সড়কে উপজেলার দামড়ি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট এলাকার এবাদুর রহমান এবং গোয়াইনঘাট উপজেলার নলজুরি পশ্চিমপাড়া গ্রামের রাসেল আহমেদ।
স্থানীয় বেশ কয়েকজন জানান, মাটি পরিবহনে নিয়োজিত ট্রাকটি কাজ শেষে জৈন্তাপুর ফিরছিল। ভোরে কাজ শেষে ফেরার পথে দামড়ি ব্রিজের কাছে আসার পর যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি খালে পড়ে যায়। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মাটি কাটার কাজে ব্যবহৃত ট্রাকটি ব্রেকফেল করে খাদে পড়তে পারে বলে ধারনা করছে পুলিশ। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।