নিজস্ব প্রতিবেদক:
সাভারে স্কুলছাত্রী নীলা হত্যার মূল আসামি মিজান সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে সাভারে স্কুলছাত্রী নীলা হত্যার ঘটনায় গেপ্তার মূল আসামি মিজানের বাবা-মায়ের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এই আদেন দেন। রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন- আবদুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমুন নাহার সিদ্দিকী (৫০)।
উল্ল্যখ্য গত ২০ শে সেপ্টেম্বর রাতে নীলা রায়কে তুলে নিয়ে নির্যাতন শেষে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজান। এঘটনায় ২১ সেপ্টেম্বর নিহতের বাবা নারায়ণ রায় হত্যাকারী বখাটে মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।