পটুয়াখালী দশমিনা উপজেলায় গতকাল রবিবার সকাল ১০টায় জমি না দেয়ায় এক বৃদ্ধাকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে পানিতে চুবাইয়া হত্যার ঘটনা এক জনকে গ্রেফতারের করা হয়েছে। বাবাকে হত্যা করায় ৬ জনকে আসামি করে দশমিনা থানায় হত্যা মামলার এজাহার দেন মোসাঃ কহিনূর বেগম। উক্ত এজাহারে ২-৩ জন অজ্ঞাত নামা বলা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকালে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের মৃত.কাদের হসওলাদের ছেলে নুরু ইসলাম হাওলাদারকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও খালের পানিতে চুবিয়ে মেরে ফেলে। উক্ত ঘটনায় নুরু ইসলাম হাওলাদারের মেয়ে বাদী হয়ে ৬ জনের ও অজ্ঞাত নামা ২-৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন । দশমিনা থানা পুলিশ অভিযান পরিচালনা করে সোমবার (৪ নভেম্বর) দুপুরে নেহালগঞ্জ বাজার থেকে ঐ হত্যা মামলার অজ্ঞাত নামা সন্দেহে মঞ্জু চৌকিদারকে গ্রফতার করা হয়। বিকেলে দশমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী মোসাঃ কহিনুর বেগম জানান, আমার পিতাকে যাহারা হত্যা করেছে তাদের সাথে জড়িত একজনকে দশমিনা থানা পুলিশ গ্রেফতার করেছে। আমি সোহাগ মেম্বার, রিপন, কাইয়ুম, রুনু, শাহজাহান মৃধা ও রহিম কে দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদা আবদুল আলীম জানান, উপজেলার বহরমপুর ইউনিয়নে দক্ষিন আদমপুর গ্রামের নুরু ইসলাম হাওলাদারের হত্যায় তার মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে ৬ জন সহ অজ্ঞাত নামা ২-৩ জনের নামে হত্যা মামলা এজাহার দাখিল করেন। আজ সোমবার ঐ হত্যা মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়। এজাহারনামীয় আসামীদের গ্রেফতার চেষ্টা চলোমান আছে।