শফিকুল ইসলাম কুদ্দুস, নেত্রকোনা থেকে : নেত্রকোনার আটপাড়া, বারহাট্টা, খালিয়াজুরী, মোহনগঞ্জ ও দুর্গাপুরে ভিজিডি কার্ড তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁতী লীগ জেলা কমিটির সভাপতি এম.ডি মুরাদ চৌধুরী বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি রোববার স্থানীয় সাংবাদিকদের জানান অভিযোগকারী অভিযোগে জানা গেছে, সরকারি নিয়মানুযায়ী গরীব অসচ্ছল, দুস্থ মহিলাদের অনলাইনে আবেদন করার কথা। কিন্তু ইউপি চেয়ারম্যান মেম্বাররা ৪ হাজার থেকে ৫ হাজার টাকা উৎকোচসহ আবেদন করেছেন, তাদের আবেদন ইউনিয়ন পরিষদের সেবা কেন্দ্রে নিয়ে তালিকাভুক্ত করা হয়েছে। অন্যদের বাহির হতে ভিজিডি কার্ডের তালিকাভুক্ত করা হয়নি। এ ছাড়া যাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে, তাদের অধিকাংশই স্বচ্ছল ও সবসময়ই সুবিধা ভোগীদের নামে তালিকাভুক্ত। প্রকৃত অসচ্ছল দুস্থ মহিলার সরকারের ভিজিডি কার্ডসহ সকারের সকল প্রকার সুবিধা হতে বঞ্চিত। অভিযোগকারীর দাবি জেলার ওই সমস্ত উপজেলার প্রতিটি ইউনিয়নের ভিজিডি কার্ড দেওয়ার জন্য তালিকা বাতিল করে নতুন করে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে নতুন তালিকা তৈরির আবেদন জানান। নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।