নেত্রকোনা প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমূল্যায়নের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ, নেত্রকোনা জেলা শাখা, বঙ্গবন্ধু পরিষদ বিএডিসি শাখা, বঙ্গবন্ধু কৃষিবিদ সমিতির যৌথ উদ্যোগে জেলা শহরের মোক্তারপাড়া ব্রিজের পাশে প্রধান সড়কে মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বিএডিসি (বীজ) উপ-পরিচালক আবু শাহাদাত মো. শোয়েব, ক্ষুদ্র সেচের নির্বাহী প্রকৌশলী খাদিজা আফরোজ, সিনিয়র সহকারী পরিচালক (খামার) মো. রেজাউল করিম, সহকারী পরিচালক (বীজ) মো. খোরশেদ আলম প্রমুখ। বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমূল্যায়নের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।