নেত্রকোনা প্রতিনিধি :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট স্যোসাইটি নেত্রকোনা ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২১-২৩ নির্বাচন গত মঙ্গলবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হলে এ নির্বাচন সম্পন্ন হয়ছ।
সহকারী নির্বাচন কমিশনার গাজী মর্তুজা হোসেন কামাল জানান, মোট ভোটার সংখ্যা ২০১১ জন এর মধ্যে ভোট প্রদানে অংশগ্রহণ করেন ১ হাজার ৩৩৬ ভোট, বাতিল ও নষ্ট ভোটের সংখ্যা ২৮।
নির্বাচনে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন সেক্রেটারী পদে সাবেক সেক্রেটারী গাজী মোজামে¥ল হোসেন টুকু, ভাইস্ চেয়ারম্যান পদে এস.এম. বজলুল কাদের শাহজাহান ৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদন্ধী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী পেয়েছেন ৩৬৪ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে প্রথম স্থান আবু নাছের তালুকদার মিলু ১ হাজার ৯৭ ভোট, দ্বিতীয় এ.টি.এম.এ. রাজ্জাক ১ হাজার ৯৫ ভোট, তৃতীয় মোঃ আবদুল ওয়াহাব ৯৬১ ভোট, চতুর্থ অ্যাডভোকেট আশিষ কুমার সরকার উৎপল ৯৫৭ ভোট, পঞ্চম স্বপন দত্ত চৌধুরী দিলু ৯৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে ১২ জন নির্বাচনে অংশগ্রহণ করেন।