নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে সোমবার সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের সূচনা করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
এসময় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগ নেতা মিথুন ভট্ট, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, এ এন্ড জে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আতাহার ইশরাক সাবাব চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী বলেন, ছাত্রলীগের রাজনীতি গৌরবের রাজনীতি। আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ সব সময় রাজপথে ছিল। ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ৭১ এর মুক্তিযুদ্ধ সব কিছুতেই ছাত্রলীগের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। নোয়াখালীতে ছাত্রলীগ বর্তমানে সুসংগঠিত, আশা করি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে তারা। দলের বিরুদ্ধে যারা কাজ করবে, যে কোন অপরাজনীতি রুখে দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান তিনি।